ক্র নং | বিষয় | বর্ণনা | মন্তব্য |
1 | জেলার তথ্য | নেত্রকোণা জেলাটি ১০ টি উপজেলা, ৫ টি পৌরসভা ও ৮৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। সেচ্ছাসেবী বাহিনী হিসেবে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বা শহর প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় হতে উপজেলা কর্মকর্তাগণ পরিচালনা করে থাকেন। | |
2 | আনসার বা ভিডিপি অঙ্গীভূতি | সরকারী/বেসরকারি প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা বিধানকল্পে আনসার বা ভিডিপি সদস্য নিতে চাইলে প্রত্যাশী সংস্থা প্রধান সংশিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সাথে সমন্বয় করে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে আবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাম্প স্থাপন বা সদস্য নিয়োগ হয়। | |
3 | প্রশিক্ষণ |
1) মৌলিক প্রশিক্ষণঃ সকল উপজেলা আনসার ও ভিডিপি অফিসে যোগাযোগ করে আনসার বা ভিডিপি যে কোন মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা যায়। 2) বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণঃ যে কোন কাজে দক্ষ হতে চাইলে এ বাহিনীর মৌলিক প্রশিক্ষণ থাকা আবশ্যক। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে যোগাযোগ করে জেনে নিতে হবে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS